বর্ষীয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। গতকাল রাতে শহরের একটি বেসরকারি হোটেলে তিনি রাত্রি বাস করেন। এরপর আজ সকালে রাজারহাটে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবটারি বা সিএফএসএল-এ এক অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী হোটেলে ফিরে মধ্যাহ্ন ভোজের পর দুপুরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছবেন। সেখানে বিজেপির এক দলীয় অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় স্বামী বিবেকানন্দর বসতবাড়ির পরিদর্শনে যাবেন। বিকেলে সেখান থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে দিল্লির উদ্দেশে রওনা হবেন।
Site Admin | June 1, 2025 8:21 AM
বর্ষীয়ান বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দিতে গতকাল রাতে কলকাতায় এসে পৌঁছেছেন
