বর্তমান মার্কিন প্রশাসন ভারতের সঙ্গে জ্বালানি সহযোগিতা জোরদার করতে আগ্রহ দেখিয়েছে, এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। জ্বালানি কেনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত দীর্ঘদিন ধরেই জ্বালানি সংগ্রহ বাড়ানোর চেষ্টা করছে, গত দশকে এই পদক্ষেপ ক্রমশ অগ্রগতি লাভ করেছে।
তিনি আরও বলেন, বিশ্ব বাজারে জ্বালানির দামে অস্থির পরিস্থিতিতে ভারতের তেল আমদানি নীতি সম্পূর্ণভাবে ভারতীয় গ্রাহকদের স্বার্থ রক্ষার লক্ষ্যে পরিচালিত হয়। বিদেশ মুখপাত্র জানান, স্থিতিশীল জ্বালানি মূল্য নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা ভারতের জ্বালানি নীতির দুটি প্রধান লক্ষ্য।