বম্বে শেয়ার বাজারের স্পর্শকাতর সূচকাঙ্ক আজ এক হাজার ৩৬৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৭৫ হাজার ২১১-এ পৌঁছেছে। জাতীয় সূচক- নিফটিও, ৪৪৮ পয়েন্ট বেড়ে ২২ হাজার ৮৪৭ হয়েছে।
মার্কিন প্রশাসনের শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখার ঘোষণার পরই দেশে শেয়ার বাজার চাঙ্গা হয়েছে। বিকেলের শেষ খবর পাওয়া পর্যন্ত সূচকাঙ্ক এক দশমিক ৮/৫ শতাংশ হারে বৃদ্ধি পায়। অন্যদিকে জাতীয় সূচক বেড়েছে দুই শতাংশ হারে।
ধাতু সহ বিভিন্ন ক্ষেত্রে শেয়ার কেনার প্রবণতা বৃদ্ধি পাওয়াও সূচাঙ্কের ঊর্ধ্বগতির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।