বন্দে ভারত দুটি স্লিপার ট্রেন খুব তাড়াতাড়ি চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দিল্লিতে গতকাল সংবাদমাধ্যমকে শ্রী বৈষ্ণব বলেন, প্রথম ট্রেনটি সমস্ত পরীক্ষা ও ট্রায়াল রান পাস করেছে এবং দ্বিতীয় ট্রেনটি আগামী মাসের মাঝামাঝি সময়ে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, রাত্রিকালীন যাত্রায় নিয়মিত পরিষেবা নিশ্চিত করার জন্য দুটি ট্রেন একসঙ্গে চালু হবে। বন্দে ভারত স্লিপার ট্রেনে ১৬টি কোচ থাকবে, যা এসি ফার্স্ট ক্লাস, এসি ২-টিয়ার এবং এসি ৩-টিয়ারে মোট ১,১২৮ জন যাত্রী পরিসেবা পাবেন। ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতিতে এই ট্রেন দেশের দ্রুততম ট্রেন পরিষেবাগুলির মধ্যে অন্যতম হয়ে উঠবে।
রেলমন্ত্রী ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দীপাবলি এবং ছট উৎসবের সময় বারো হাজার বিশেষ ট্রেন চালানোর ঘোষণাও করেছেন। অশ্বিনী বৈষ্ণব বলেন, দশ হাজার ট্রেনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং শেষ মুহূর্তে ১৫০টি সম্পূর্ণ অসংরক্ষিত ট্রেন দ্রুত মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হবে।