বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এলাকাটি এখন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ ওড়িশা – উত্তর অন্ধপ্রদেশ উপকূলের ওপরে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় এটি আরও পশ্চিম উত্তর-পশ্চিমে অগ্রসর হবে।
তবে এর কোন প্রত্যক্ষ প্রভাব রাজ্যের উপর পড়বে না বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডঃ সোমনাথ দত্ত জানিয়েছেন। যদিও রাজ্যের বেশিরভাগ জেলাতেই আজ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা ।
আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
এদিকে দক্ষিণ ওড়িশা এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উপকূল ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড় হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজিবিদের আজ ও আগামীকাল সাগরে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে।
কলকাতায় বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ২ ডিগ্রি নিচে।