প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যোগ্য-অযোগ্য বিচার করা আদালতের পক্ষে আদৌ সম্ভব কিনা বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ৩২ হাজারের বেশি চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া মামলার শুনানিতে দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্র জানিয়েছেন, আদালত যোগ্য – অযোগ্যের পৃথকীকরণ করতে পারে না। কিভাবে তা সম্ভব, তা নিয়েও প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ।
আগামী ১১-ই সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ওই দিন মামলাকারীদের পক্ষের আইনজীবীকে তাদের বক্তব্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।