প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ ই-গভর্নেন্সের ২৩তম জাতীয় পুরষ্কার (এনএইজি) ২০২৬-এর জন্য নির্দেশিকা জারি করেছে। কর্মীবর্গ, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে ই-গভর্নেন্সের জাতীয় পুরষ্কারের জন্য মনোনয়ন ১ সেপ্টেম্বর থেকে ওয়েব পোর্টাল www.nceg.gov.in এ জমা দেওয়া যাবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর। ই-গভর্নেন্সের উদ্যোগ বাস্তবায়নে উৎকর্ষতাকে সম্মান জানাতে এবং উৎসাহিত করার জন্য প্রতি বছর এই পুরষ্কার প্রদান করা হয়।
Site Admin | August 9, 2025 6:00 PM
প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ ই-গভর্নেন্সের ২৩তম জাতীয় পুরষ্কার (এনএইজি) ২০২৬-এর জন্য নির্দেশিকা জারি করেছে।
