প্রবল বৃষ্টিতে চাতেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ আজ ফের শুরু হয়েছে। পাকইয়ং গ্রিনফিল্ড বিমানবন্দর থেকে দুটি MI 17 হেলিকপ্টার এখনো পর্যন্ত দু দফায় ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। পর্যটকদের শিলিগুড়ি পর্যন্ত পৌঁছে দিতে সিকিম সরকার বিশেষ বাস পরিষেবার বন্দোবস্ত করেছে। কিছু পর্যটকদের বাগডোগরা বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত আরো একটি MI17 হেলিকপ্টারকে প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন মতো তা কাজে লাগানো হবে। আবহাওয়া অনুকূল থাকলে আজ বিকেলের মধ্যেই উদ্ধারকাজ সম্পন্ন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
Site Admin | June 5, 2025 1:44 PM
প্রবল বৃষ্টিতে চাতেনে আটকে পড়া পর্যটকদের উদ্ধারকাজ আজ ফের শুরু হয়েছে।
