মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 26, 2025 6:55 PM

printer

প্রবল বর্ষণ সহ আবহাওয়ার সতর্কতা পঞ্চায়েত স্তরে পৌঁছে দিতে ভূবিজ্ঞান মন্ত্রক আজ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সংখ্যাতত্ত্ব নির্ভর আন্তর্জাতিক মডেল- ভারত ফোরকাস্ট সিস্টেম বা BFS-এর সূচনা করেছে।

প্রবল বর্ষণ সহ আবহাওয়ার সতর্কতা পঞ্চায়েত স্তরে পৌঁছে দিতে ভূবিজ্ঞান মন্ত্রক আজ একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন সংখ্যাতত্ত্ব নির্ভর আন্তর্জাতিক মডেল- ভারত ফোরকাস্ট সিস্টেম বা BFS-এর সূচনা করেছে।

  অনুষ্ঠানে ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরী এই BFS মডেল, পাঁচ মহিলা বিজ্ঞানী তৈরী করেছেন, যা নারী নেতৃত্বাধীন ভারতের উন্নয়নকেই সূচিত করে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD, দেশকে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে গড়ে তুলতে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।  

  অন্যদিকে, IMD-র মহা নির্দেশক মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেছেন, নতুন এই মডেল, গ্রাম পঞ্চায়েত এলাকায় আবহাওয়ার পূর্বাভাস দিতে বিশেষ কার্যকরী হবে। এ ফলে উপকৃত হবেন কৃষক এবং মৎসজীবিরা। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন