প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার, পণ্য পরিষেবা কর জি এস টি ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের সংস্কার এনেছে। নতুন দিল্লীতে আজ সন্ধ্যায় শিক্ষক দিবসের প্রাক্কালে জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিক্ষকদের সঙ্গে এক আলোচনায় শ্রী মোদী বলেন, জি এস টি টু পয়েন্ট জিরো দেশের উন্নতি ও অগ্রগতির জন্য ডাবল ডোজ। জি এস টি কাঠামো এখন আরো সহজ হয়েছে। এই সংস্কারের ফলে মধ্যবিত্ত, দরিদ্র, মহিলা এবং যুব সম্প্রদায় আরো লাভবান হবে।
প্রধানমন্ত্রী বলেন, সময়মতো পরিবর্তনকে গ্রহণ না করতে পারলে ভারত বর্তমান বিশ্বে সঠিক জায়গা করে নিতে পারবে না। শক্তিশালী দেশ গঠনের ভিত্তি হলো শিক্ষক সমাজ। তাদের শিক্ষা শ্রেনীকক্ষ ছাড়িয়ে আরো দূর বিস্তৃত বলেও উল্লেখ করেন শ্রী মোদী।