প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিহার রাজ্য জীবিকা নিধি শাখ সহকারী সঙ্ঘ লিমিটেডের সূচনা করবেন। গ্রামীণ মহিলাদের মধ্যে ব্যবসায়িক উদ্যোগের মানসিকতাকে আরো সুদৃঢ় করতে এই পদক্ষেপ সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওই প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১শো৫ কোটি টাকা পাঠাবেন। স্বচ্ছ উপায়ে জীবিকা দিদিদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ সহায়তা পৌঁছে দেবার বিষয়টি সুনিশ্চিত করতে গোটা ব্যবস্থাপনা ডিজিটালি কাজ করবে। এ জন্য ১২ হাজার কমিউনিটি ক্যাডারকে দেওয়া হবে ট্যাব। রাজ্যের কমপক্ষে ২০ লক্ষ মহিলা আজকের অনুষ্ঠানে যোগ দেবেন।
উল্লেখ্য, ‘জীবিকা’ প্রকল্পের সঙ্গে যুক্ত সদস্যদের সহজ সুদে অর্থ সংস্থানের সুযোগ এনে দেবে এই জীবিকা নিধি উদ্যোগ।