প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনেস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। রাষ্ট্রপতি জেলেনেস্কি তাঁর দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে শ্রী মোদীকে অবহিত করেন। তাঁকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী মোদী শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতের অবস্থানের কথা আবারও তুলে ধরেন। এজন্য ভারত সম্ভাব্য সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি পুনরায় উল্লেখ করেন।
উভয় নেতা ভারত- ইউক্রেন দ্বিপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন এবং পারস্পরিক আগ্রহের সমস্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে কথা বলেন। তাঁরা পরস্পরের মধ্যে যোগাযোগ রেখে চলতে সহমত হয়েছেন।
Site Admin | August 30, 2025 9:41 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনেস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
