প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, স্বনির্ভর ভারত গঠনের মধ্য দিয়েই বিকশিত ভারতের পথে এগিয়ে যাওয়া যাবে। আমেদাবাদে সর্দার ধাম গার্লস হস্টেলের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, সারা বিশ্ব যখন অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে তখন প্রকৃত অর্থেই ভারতের স্বনির্ভর হয়ে ওঠার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি বিশেষ করে নবীন প্রজন্মকে ভারতীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, এর ফলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ আরও ভাল হবে। ভারতের জনবিন্যাসগত ক্ষমতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যুবাদের দক্ষ করে তুলতে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মুদ্রা যোজনা ও সদ্য চালু হওয়া পি এম বিকশিত ভারত যোজনার উল্লেখ করে শ্রী মোদী বলেন, কেন্দ্রীয় সরকার যুবাদের কর্মসংস্থান এবং ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে সাহায্য করার জন্য নতুন নতুন পন্থা পদ্ধতি বের করছে। মেয়েদের ক্ষমতায়নে এবং শিক্ষার বিকাশে সর্দার ধামের উল্লেখযোগ্য কাজেরও তিনি প্রশংসা করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সর্দার ধাম গার্লস হস্টেলের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। শ্রী শাহ বলেন, ২০০ কোটি টাকা ব্যয়ে এই ছাত্রাবাসে ৩ হাজার ছাত্রী থাকতে পারবেন।