প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৯ তারিখ ৪ দিনের সফরে জাপান ও চীন যাবেন। পঞ্চদশ ভারত – জাপান বার্ষিক শিখর সম্মেলনে যোগ দিতে ২৯ ও ৩০ তারিখ জাপান সফর করবেন তিনি। এটি হবে শ্রী মোদীর অষ্টম জাপান সফর এবং সেদেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রথম শিখর সম্মেলন। সফরকালে দুই নেতা, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য এবং অর্থিনৈতিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে আন্তর্জাতিক ও বিশেষ কৌশলগত অংশীদারীত্ব খতিয়ে দেখবেন। আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ও পর্যালোচনা করবেন তাঁরা।
সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী মোদী ৩১ শে আগষ্ট ও পয়লা সেপ্টেম্বর চীন সফরে সাঙ্ঘাই সহযোগিতা সংগঠন এস সি ও শিখর সম্মেলনে যোগ দেবেন। তিয়ানজিনে আয়োজিত ওই সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদী একাধিক বিশ্ব নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন।
উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ভারত এস সি ও-র সদস্য।