প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের গয়ায় ১৩ হাজার কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এই উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন নতুন এইসব প্রকল্প রূপায়ণের ফলে বিহারের পরিকাঠামোর ক্ষেত্রে উন্নয়ন হবে এবং যুবসম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি বলেন, সমাজের দরিদ্র শ্রেণির মানুষ ও মহিলাদের ক্ষমতায়নও এইসব কর্মসূচির ফলে বাস্তব রূপ পাবে।
পরে প্রধানমন্ত্রী নতুন দুটি ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেন। এই দুটি ট্রেন হল গয়া ও দিল্লীর মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস এবং বৈশালী এবং কোডার্মার মধ্যে বুদ্ধিস্ট সার্কিট ট্রেন।
এরপর শ্রী মোদী গঙ্গা নদীর ওপর অন্টা–সিমারিয়া সেতু প্রকল্পের উদ্বোধন করেন। এই ব্রিজ পাটনার মোকামা ও বেগুসরাইয়ের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে।
এছাড়াও শ্রী মোদী বখতিয়ারপুর-মোকামা শাখায় ৩১ নম্বর জাতীয় সড়কের চারটি লেনেরও উদ্বোধন করেন। এর ফলে একদিকে যেমন ট্রাফিক জ্যাম ও যাতায়াতের সময় কমবে, অন্যদিকে, যাত্রী ও পণ্য চলাচল বৃদ্ধি পাবে। এছাড়াও, বক্সার তাপবিদ্যুৎ প্রকল্পেরও উদ্বোধন করেন শ্রী মোদী। স্বাস্থ্যক্ষেত্রের বিকাশে মুজাফফরপুরে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রেরও আজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।