মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 22, 2025 1:48 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় ৫,২০০ কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতায় ৫,২০০ কোটি টাকার বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তার এর মধ্যে রয়েছে মেট্রো রেলের তিনটি নতুন রুটের সূচনা। এগুলি হল, ইস্ট-ওয়েস্ট মোট্রো রুটে শিয়ালদা থেকে ধর্মতলা, গড়িয়া–বিমানবন্দর মেট্রো রুটে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর। যাত্রা শুরুর সংকেত দেওয়ার পর প্রধানমন্ত্রী নিজে নোয়াপাড়া বিমানবন্দর পথে সফর করবেন।

মেট্রো রেল সূত্রে জানা গেছে, ইয়েলো লাইনে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ নোয়াপাড়া থেকে জয়হিন্দ বিমান বন্দর পর্যন্ত থাকছে মোট চারটি স্টেশন। নোয়াপাড়া ও বিমানবন্দর ছাড়া বাকি দুটি হল দমদম ক্যান্টনমেন্ট ও যশোর রোড। সকাল ৭ টা ৫৮ মিনিট থেকে সন্ধ্যা ৮ টা ১০ মিনিট পর্যন্ত এই শাখায় মেট্রো পরিষেবা পাওয়া যাবে। তবে শনি ও রবিবার তা বন্ধ থাকবে।

 এদিকে, গ্রীন লাইনে Esplanade ও শিয়ালদার মধ্যে প্রায় আড়াই কিলোমিটার পথে এই মেট্রো পরিষেবা প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর আজ সন্ধ্যা ৬ টা থেকেই বাণিজ্যিকভাবে চালু হয়ে যাবে। হাওড়া ময়দান সল্টলেক রুটে এই পরিষেবা পাওয়া যাবে সকাল সাড়ে ছটা থেকে রাত ১০ টা ১৯ মিনিট পর্যন্ত। এর ফলে হাওড়া থেকে শিয়ালদা পৌঁছতে এখন সময় লাগবে মাত্র ১১ মিনিট। অন্যদিকে, অরেঞ্জ লাইনে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার পথে স্টেশনগুলি হল, বেলেঘাটা, বরুণ সেনগুপ্ত, ঋত্বিক ঘটক ও VIP বাজার। সোম থেকে শুক্র সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৮ টা ২৮ মিনিট পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে। ইয়ালো ও অরেঞ্জ লাইনে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু আগামী সোমবার ২৫ তারিখ।

প্রধানমন্ত্রী আজ এরপর দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক অনুষ্ঠানে  ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে ৬ লেনের এলিভেটেড কোণা এক্সপ্রেসওয়েরও শিলান্যাস করবেন।  এর ফলে হাওড়া ও গ্রামীণ এলাকার সঙ্গে কলকাতার যোগাযোগ আরও সহজ হবে। সবশেষে দমদম ঐ ময়দানে এক জনসভায় বক্তব্য রাখবেন শ্রী মোদী।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।