প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আঞ্চলিক বৈষম্য দূর করতে, দেশের সবচেয়ে পিছিয়ে পড়া ১০০ টি কৃষি জেলার জন্য আজ ‘PM ধন্য ধান্য কৃষি যোজনা’-র কথা ঘোষণা করেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের কৃষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এরাই দেশের মেরুদন্ড। কৃষকদের জন্যই আজ ভারত পরনির্ভরশীলতা কাটিয়ে আত্মনির্ভরশীল হয়েছে।
ব্রিটিশ শাসকরা যাওয়ার সময় দেশকে এক সঙ্গিন পরিস্থিতির মধ্যে রেখে গেছিল। তখন এই কৃষকরাই দেশের খাদ্য ভান্ডারকে পরিপূর্ণ করার দায়িত্ব নেন এবং খাদ্যে আত্মনির্ভরশীল করে তোলে। ভারতের কৃষি ব্যবস্থা কেমন হবে, তার ভবিষ্যত রূপরেখা দিয়ে শ্রী মোদী বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, কৃষিজীবি, পশুপালক এবং মৎসজীবীদের সরাসরি সাহায্য করছে। বর্তমানে দুধ, ডাল এবং পাট উৎপাদনে গোটা বিশ্বে ভারত প্রথম স্থানে রয়েছে। চাল, গম, তুলো, ফলমূল ও শাক সবজি উৎপাদনে ভারতের স্থান দ্বিতীয়। ভারত চার লক্ষ কোটি টাকার কৃষিপণ্য রপ্তানি করেছে।
সিন্ধু জলচুক্তিকে অন্যায্য বলে মন্তব্য করে প্রধানন্ত্রী বলেন, এই চুক্তির বর্তমান রূপ, ভারতের কৃষকদের ক্ষতি করেছে। তিনি ঘোষণা করেন, ভারত এখন এই ধরণের একতরফা ব্যবস্থাকে মানবে না এবং দেশবাসীর জন্য প্রয়োজনীয় জল আদায় করে ছাড়বে।