প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল একদিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস এবং জাতির উদ্দেশে উত্সর্গ করবেন তিনি। পাশাপাশি অংশ নেবেন একটি জনসভাতেও। দুপুরে অন্ডাল বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী সড়কপথে দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে যাবেন।
এক হাজার ৯৫০ কোটি টাকার বেশী ব্যয়ে নির্মিত বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের ‘সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন’ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে বাড়ি বাড়ি পাইপবাহিত রান্নার গ্যাস সরবরাহের পাশাপাশি বাণিজ্যিক এবং শিল্প ক্ষেত্রের জন্যও PNG সংযোগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী, দুর্গাপুর-হলদিয়া প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের দুর্গাপুর থেকে কলকাতা পর্যন্ত ১৩২ কিলোমিটার দীর্ঘ অংশকে জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। আনুমাণিক ১১’শ ৯০ কোটি টাকার এই প্রকল্প, পূর্ব বর্ধমান, হুগলী ও নদীয়া জেলার মধ্য দিয়ে গেছে। রেল পরিকাঠামো উন্নয়নে তিনি পুরুলিয়া-কোটশিলা রেল লাইন ডাবলিং-এর ৩৬ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটিও, জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ‘সেতু ভারতম’ প্রকল্পের আওতায় পশ্চিম বর্ধমানের তোপশী ও পাণ্ডবেশ্বরকে যুক্ত করতে দুটি রোড ওভারব্রিজের উদ্বোধন করবেন শ্রী মোদী।