প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর পাঁচ দেশ সফরের শেষ পর্যায়ে আজ নামিবিয়ার রাষ্ট্রপতি নেতুম্বো নন্দী-নদাই-তওয়ার আমন্ত্রণে নামিবিয়ার উইন্ড-হোকে পৌঁছেছেন। হোসেয়া কুটাকো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানোর পর গার্ড অফ অনার প্রদান করা হয়।
এটি প্রধানমন্ত্রী মোদীর দক্ষিণ আফ্রিকার এই দেশে প্রথম সফর এবং প্রায় তিন দশক পর তৃতীয় ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি নামিবিয়া সফর করছেন।
হিলটন হোটেলে পৌঁছানোর পর, প্রধানমন্ত্রীকে প্রবাসী ভারতীয়রা উষ্ণ অভ্যর্থনা জানান।
রাজধানী উইন্ডহোকের স্টেট হাউসে নামিবিয়ার রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় জ্বালানি নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং ওষুধের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব আরও গভীর করার লক্ষ্যেই এই আলোচনার আয়োজন করা হয়। নামিবিয়ায় উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক আজ স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও স্বাস্থ্য ও চিকিৎসা, আন্তর্জাতিক জৈব জ্বালানি, পরিকাঠামো এবং উদ্যোক্তা ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উইন্ডহোকে জাতীয় স্মৃতিসৌধ হিরোস একরে নামিবিয়ার প্রতিষ্ঠাতা পিতা এবং প্রথম রাষ্ট্রপতি, প্রয়াত ডঃ স্যাম নুজোমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রী মোদীকে নামিবিয়ার সর্বোচ্চ অসামরিক পুরষ্কারে ভূষিত করা হবে। প্রধানমন্ত্রী , নামিবিয়ার সংসদে ভাষণ দেবার কর্মসূচি রয়েছে।