মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 6, 2025 11:01 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর্জেন্টিনার রাষ্ট্রপতি হেভিয়ের মিলেই ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-আর্জেন্টিনা সহযোগিতা বৃদ্ধিতে ঐকমত্যে পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আর্জেন্টিনার রাষ্ট্রপতি হেভিয়ের মিলেই ব্যবসা-বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত-আর্জেন্টিনা সহযোগিতা বৃদ্ধিতে ঐকমত্যে পৌঁছেছেন।  গতরাতে বুয়েনস এয়ারসে  এক সাংবাদিক সম্মেলনে  বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) পি কুমারান জানান, দু দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করা হয়েছে। উভয় নেতা ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ, স্বাস্থ্য এবং ওষুধসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি করার ব্যাপারে সহমত হয়েছেন। 

ভারত এবং মেরকোসুর গোষ্ঠীভুক্ত দেশগুলির সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সম্প্রসারণে প্রধানমন্ত্রী আর্জেন্টিনার সমর্থনের অনুরোধ করেন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে, শ্রী মোদী সাশ্রয়ী মূল্যের, উচ্চমানের ওষুধ উৎপাদনে ভারতের শক্তির কথা তুলে ধরেন। তিনি আর্জেন্টিনার ফার্মাসিউটিক্যাল নিয়ন্ত্রক কাঠামোর অ্যানেক্স-২ থেকে অ্যানেক্স-১-এ ভারতকে স্থানান্তরিত করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এই স্থানান্তর আর্জেন্টিনার বাজারে ভারতীয় ওষধি পণ্যের প্রবেশ আরো সহজ করবে।টেলিমেডিসিন এবং ডিজিটাল স্বাস্থ্য সমাধানের উদ্যোগগুলিও উভয় পক্ষের মধ্যে আলোচনায় উঠে এসেছে।

দুই নেতা শক্তি এবং গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্রে  সহযোগিতা নিয়েও আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান জ্বালানি এবং শিল্প চাহিদার উপর জোর দিয়ে বলেছেন আর্জেন্টিনা ভারতের উন্নয়ন যাত্রায় একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করতে পারে।

মহাকাশ সহযোগিতার বিষয়ে উপগ্রহ উন্নয়ন, উৎক্ষেপণ পরিষেবা এবং মহাকাশ প্রয়োগ নিয়ে দু দেশের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী ভারতের মহাকাশ শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন

শ্রী মোদী পহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার পর আর্জেন্টিনার দৃঢ় সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং কঠিন সময়ে আর্জেন্টিনার সংহতির প্রশংসা করেন।

প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর, রাষ্ট্রপতি মাইলি প্রধানমন্ত্রীর জন্য একটি মধ্যাহ্নভোজের আয়োজন করেন। প্রধানমন্ত্রী মোদী, উষ্ণ আতিথেয়তা প্রদানের জন্য রাষ্ট্রপতি মিলেইকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি মিলেই ভারতের UPI ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে গভীর আগ্রহ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জাভিয়ের মাইলিকে দ্রুত ভারত সফরের আমন্ত্রণ জানান।

শ্রী কুমারন আরো বলেন,  ২০১৮ সালে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেষবার আর্জেন্টিনা এসেছিলেন। তবে, দ্বিপাক্ষিক সফর হিসেবে এটি ৫৭ বছরের মধ্যে  কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। এ কারণে শ্রী কুমারন এই সফরকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বুয়েনস আইরেসে মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে, শ্রী মোদী বলেছেন, মহাত্মা গান্ধীর কালজয়ী দৃষ্টিভঙ্গি এবং মহৎ আদর্শ সর্বদা মানবতাকে পথ দেখাবে।

 অপর এক সোশ্যাল মিডিয়া পোস্টে, শ্রী মোদী বলেছেন, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২৪ সালে আর্জেন্টিনা সফর করেছিলেন। তিনি  এই দেশের অনেক মানুষের, বিশেষ করে পণ্ডিত এবং শিক্ষার্থীদের মনে স্থায়ী ছাপ রেখে গেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন