মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 4, 2025 11:00 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ত্রিনিদাদ টোবাগোয় বসবাসকারী  ভারতীয় সম্প্রদায়ের যাত্রাপথ অত্যন্ত সাহসিকতার।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন ত্রিনিদাদ টোবাগোয় বসবাসকারী  ভারতীয় সম্প্রদায়ের যাত্রাপথ অত্যন্ত সাহসিকতার। ত্রিনিদাদ- টোবাগোর পোর্ট অফ স্পেনে আজ সকালে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে শ্রীমোদী বলেন, তাদের পূর্বপুরুষরা আশা নিয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করেছেন, কঠিন পরিশ্রম করেছেন এবং রামায়ণের বীরগাঁথা কে সঙ্গে নিয়ে চলেছেন। তাঁরা কেবল অভিবাসী নন, শাশ্বত সভ্যতার বাহক তাঁরা। 

প্রধানমন্ত্রী ত্রিনিদাদ-টোবাগোয় ভারতীয় বংশদ্ভূত  নাগরিকরা Overseas Citizen of India -OCI কার্ড পেতে পারবেন বলে ঘোষণা করেন। এর ফলে তারা ভারতে বিনা বাধায় থাকতে এবং কাজ করতে পারবেন।  পূর্বপুরুষের ভূমিতে সফর করার এবং এদেশের সঙ্গে যোগাযোগ ঘনিষ্ঠতর করতে তিনি প্রবাসী ভারতীয় দের উৎসাহ দিয়েছেন।
 
শ্রী মোদি সেখানকার ভারতীয় সম্প্রদায়ের সাংস্কৃতিক অবদানের প্রশংসা করে বলেছেন রাম মন্দিরের একটি ছোট সংস্করণ এবং অযোধ্যার  সরযু নদীর পবিত্র জল তার সঙ্গে নিয়ে যেতে পেরে তিনি সম্মানিত। প্রধানমন্ত্রী বলেন প্রবাসী ভারতীয়রা গঙ্গা এবং যমুনাকে পিছনে ফেলে এলেও রামায়ণকে হৃদয়ে রেখেছেন।
 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঁচ দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে গতরাতে কোর্ট অফ স্পেনে পৌঁছন। ত্রিনিদাদ-টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বর, আর মন্ত্রীসভার সদস্যদের এবং অন্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন