প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় পাঁচটি দেশের সফরে নতুন দিল্লি থেকে রওনা হয়েছেন । প্রথম পর্বে, প্রধানমন্ত্রী ঘানা সফর করবেন। দুদিনের সফরে আজই তিনি ঘানা পৌঁছাবেন। এটি হবে তাঁর প্রথম দ্বিপাক্ষিক ঘানা সফর। প্রধানমন্ত্রী, ঘানার রাষ্ট্রপতি নানা আকুফো-আডোর সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। উভয় নেতাই , দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে পর্যালোচনা করবেন। এছাড়াও অর্থনৈতিক, জ্বালানি, প্রতিরক্ষা এবং উন্নয়ন সম্পর্কিত সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হবে।
সফরের দ্বিতীয় পর্বে, শ্রী মোদী ত্রিনিদাদ ও টোবাগো সফর করবেন। তিনি ত্রিনিদাদ ও টোবাগোর রাষ্ট্রপতি কারলা কাঙ্গালু ও প্রধানমন্ত্রী কমলা পেরসাদ-বিসেসরের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী দ্বীপরাষ্ট্রটির সংসদের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা ।
প্রধানমন্ত্রী তাঁর সফরের তৃতীয় পর্যায়ে , আর্জেন্টিনা সফরে যাবেন। তিনি সেদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন।