প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে কোনো স্তরে কোনোরকম আলোচনা হয়নি এবং দেশের সাম্প্রতিক সেনা অভিযানে আমেরিকা কোনোভাবেই ভারত ও পাকিস্তানের বিষয়ে মধ্যস্থতা করেনি। ইসলামাবাদের অনুরোধেই দুপক্ষের সেনাবাহিনীর মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংঘর্ষ বিরতি নিয়ে কথা হয়েছে। শ্রী মোদী, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে ৩৫ মিনিট কথা বলে অপারেশন সিন্দুরের বিষয়ে অবহিত করার পাশাপাশি একাধিক বিষয়ে আলাপ আলোচনা করেন বলে বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন।
Site Admin | June 18, 2025 6:25 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে সমস্যার সমাধানে ভারত, তৃতীয় পক্ষের মধ্যস্থতা কখনো মানেনি, ভবিষ্যতেও মানবে না।
