June 14, 2025 6:15 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে পাঁচ দিনের সাইপ্রাস, কানাডা ও ক্রোয়েশিয়া সফর শুরু করছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে পাঁচ দিনের সাইপ্রাস, কানাডা ও ক্রোয়েশিয়া সফর শুরু করছেন। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকস ক্রিস্টোডুলিডেসের আমন্ত্রণে কাল শ্রী মোদী সাইপ্রাসের নিকসিয়ায় একটি বৈঠক করবেন। প্রায় দু’দশক পর এই প্রথম কোনও ভারতীয় প্রধান মন্ত্রী সাইপ্রাস সফর করবেন।