প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের ২০ তারিখ ওড়িশা সফরে যাচ্ছেন। এই রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে এক জনসভায় যোগ দেবেন তিনি। ভুবনেশ্বরের জনতা ময়দানে ওই অনুষ্ঠান আয়োজিত হবে। ২০ তারিখের ওই বিশেষ অনুষ্ঠান সমারোহের আয়োজনের তদারকিতে ওড়িশা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের ৬০ জন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সম্প্রতি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষ বিজেপি নেতৃত্বকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
Site Admin | June 11, 2025 12:44 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসের ২০ তারিখ ওড়িশা সফরে যাচ্ছেন।
