প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের পর, বহু দলীয় প্রতিনিধিদল, যেভাবে বিভিন্ন দেশে গিয়ে সন্ত্রাসবাদ প্রতিরোধে ভারতের অবস্থান তুলে ধরেছে, তাতে তিনি গর্বিত।
তিনি গত সন্ধ্যায় সাতটি সর্বদলীয় প্রতিনিধিদলের সদস্যদের তার বাসভবনে আমন্ত্রণ জানান। এই দলগুলির সম্প্রতি বিভিন্ন দেশের ৩৩ টি রাজধানী সফর করে পাকিস্তানের-মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরে।
প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, ডিএমকে সাংসদ কানিমোঢ়ী, বিজেপি সাংসদ রবি শঙ্কর প্রসাদ, অনুরাগ সিং ঠাকুর, বাঁশরি স্বরাজ, নিশিকান্ত দুবে, কংগ্রেস সাংসদ শশী থারুর এবং মনীশ তিওয়ারী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন দলের সাংসদ, প্রাক্তন সাংসদ এবং বিশিষ্ট কূটনীতিকদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলগুলি অপারেশন সিঁদুরের পর বিভিন্ন দেশে তাদের সফরের সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান এবং বিশ্ব শান্তির প্রতি নতুনদিল্লির অঙ্গীকার উপস্থাপিত করে। পাকিস্তান যে জঙ্গিদের মদতদাতা, সে বিষয়টি সারা বিশ্বকে জানানোর জন্য ভারতের কূটনৈতিক প্রচার অভিযানের অঙ্গ হিসেবে প্রতিনিধিদলগুলি ৩৩টি দেশ সফর করেছে।
পরে সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বলেন, এই প্রতিনিধিদলের সদস্যরা শান্তি স্থাপনে ভারতের অঙ্গিকারবদ্ধতা এবং সন্ত্রাসবাদ নির্মূল করার প্রয়োজনীয়তা সম্পর্কে অন্যদের সামনে যথাযথ ভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। যেভাবে তারা ভারতের দৃষ্টিভঙ্গি সকলের সামনে উপস্থাপন করেছেন, তাতে গোটা দেশই রীতিমতো গর্ব অনুভব করছে।
প্রতিনিধিদলের সদস্যরাও বিভিন্ন দেশ সফরকালে তাঁদের নানান অভিজ্ঞতা, প্রধানমন্ত্রীর সঙ্গে ভাগ করে নেন।
কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলটি পাঁচ দেশে সফল সফর শেষে গতকাল ভারতে ফিরে এসেছে। শেষ পর্বে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে ওই প্রতিনিধিদলের সদস্যরা , দেশের জন্যে কিছু করার সুযোগ দেওয়ার জন্যে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
শিব সেনার শ্রীকান্ত শিন্দেও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ও বিশ্ব শান্তির পক্ষে ভারতের অবস্থান সম্পর্কে বিভিন্ন দেশকে অবহিত করার সময় তারা স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছেন।