প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ১৪০ কোটি ভারতবাসীর আশীর্বাদ ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে গত ১১ বছরে দেশে বিভিন্ন ক্ষেত্রে আমূল বদল ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রীমোদী লিখেছেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের নীতি মেনে এনডিএ সরকার যুগান্তকারী পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী আরও লিখেছেন যে, আর্থিক বৃদ্ধি থেকে সামাজিক উন্নয়ন, সব ক্ষেত্রেই অগ্রগতির উপর জোর দেওয়া হয়েছে। শুধুমাত্র, দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবেই নয়, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ বিষয়েও ভারত বিশ্বে ছাপ ফেলেছে বলে উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী আরও লিখেছেন যে, আশা, আত্মবিশ্বাসের সঙ্গে বিকশিত ভারত গড়ার সংকল্প নিয়ে এগোচ্ছে ভারত।
প্রধানমন্ত্রী নমো অ্যাপে উপলব্ধ ভিডিও, ইনফোগ্রাফিক্সের মতো বিভিন্ন আকর্ষণীয় ফর্ম্যাটের মাধ্যমে ভারতের বিকাশ যাত্রা সম্পর্কে জানার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন।