মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 6, 2025 4:04 PM

printer

প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী বলেছেন, দেশ আজ কাশ্মীর থেকে কন্যাকুমারিকা একটি রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে ।

প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী বলেছেন, দেশ আজ কাশ্মীর থেকে কন্যাকুমারিকা একটি রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়েছে ।  জম্মু -কাশ্মীরের কাটরায় আজ  চন্দ্রভাগা সেতু ও আঞ্জি খাড় সেতুর উদ্বোধনের পর, প্রধানমন্ত্রী এই উপত্যকাভূমিকে  ভারতের মুকুটরত্ন বলে উল্লেখ করেন।

চন্দ্রভাগা সেতু পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে আর্চ ব্রীজ এবং  আঞ্জি  খাড় সেতু ভারতের প্রথম কেবল-এর মাধ্যমে যুক্ত রেলওয়ে সেতু।  চুয়াল্লিশ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ব্রীজটি উধমপুর, শ্রীনগর,  বারামুল্লার মধ্যে রেল সংযোগ করবে। এছাড়াও, ২৭২ কিলোমিটারের এই রেল প্রকল্পটি জম্মু-কাশ্মীরের সার্বিক উন্নয়নে গতি আনবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে পাকিস্তানের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, পাকিস্তান পর্যটন  বিরোধী, মানবতা বিরোধী। সন্ত্রাসবাদকে মদত দিতেই তারা বদ্ধপরিকর। অপারেশন সিন্দুর পাকিস্তানের জঙ্গি হামলার কঠোর জবাব  দিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

উল্লেখ্য, স্থাপত্যের অনন্য কীর্তি, চন্দ্রভাগা সেতুটি, নদীর ওপর ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থিত এবং ভূকম্পন ও ঘন্টায় ২৬০ কিলোমিটার গতিবেগ পর্যন্ত বায়ুপ্রবাহ সহ্যে সক্ষম। প্রধানমন্ত্রী তার সফরকালে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন