প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জম্মু-কাশ্মীরে আজ ৪৬ হাজার কোটি টাকার বেশি মূল্যের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।
জম্মু-কাশ্মীর সফর কালে আজ তিনি, উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল যোগাযোগের USBRL প্রকল্প, জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। ২৭২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্প গড়ে তুলতে খরচ হয়েছে চুয়াল্লিশ হাজার কোটি টাকা। সম্পূর্ণ বিদ্যুদায়িত এই শাখায় রয়েছে ৩৬টি টানেল বা সুড়ঙ্গ। এই USBRL প্রকল্পের অঙ্গ হিসাবে বিশ্বের সর্বোচ্চ আর্চ রেলসেতু চন্দ্রভাগা ব্রিজ এবং ভারতের প্রথম কেবল এর ওপর বসানো সেতু, আঞ্জি ব্রিজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
স্থাপত্যের অনন্য কীর্তি, চন্দ্রভাগা সেতুটি, নদীর ওপর ৩৫৯ মিটার উচ্চতায় অবস্থিত এবং ভূকম্পন ও ঘন্টায় ২৬০ কিলোমিটার গতিবেগ পর্যন্ত বায়ুপ্রবাহ সহ্যে সক্ষম। এটি আইফেল টাওয়ারের চেয়ে ৩৫মিটার বেশি উচ্চতায় উঠতে সক্ষম।
প্রধানমন্ত্রী তার সফরকালে দুটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা সূচনা করবেন। এর মধ্যে একটি শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর এবং অন্যটি শ্রীনগর থেকে কাটরা। তবে কাটরা ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত ট্রেনগুলির নিয়মিত পরিষেবা শুরু হবে আগামীকাল শনিবার থেকে।
এছাড়া সীমান্ত এলাকায় যোগাযোগ বৃদ্ধির উদ্দেশ্যে কতগুলি সড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী কাটরাতে ৩৫০ কোটি টাকা ব্যয়ে শ্রীমাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল এক্সেলেন্স-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। রিয়াসি জেলায় এটি হবে প্রথম মেডিকেল কলেজ। প্রধানমন্ত্রী বলেছেন, এর ফলে মানুষের জীবনে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে।