প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাঁর সরকারকে গরীব কল্যাণে সংবেদনশীল এবং নিবেদিত বলে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রে NDA সরকার ১১ বছর পূর্ণ করছে।
এই উপলক্ষ্যে শ্রী মোদী দারিদ্র দূরীকরণ, ক্ষমতায়ন, পরিকাঠামো ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের স্বার্থে কেন্দ্রের গৃহীত একাধিক দৃষ্টান্তমূলক পদক্ষেপের ওপর আলোকপাত করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানান, PM আবাস যোজনা, PM উজ্জ্বলা যোজনা, জনধন যোজনা এবং আয়ুষ্মান ভারত-এর মতো নানা প্রকল্প, আবাস, স্বচ্ছ জ্বালানি, ব্যাঙ্কিং এবং স্বাস্থ্য সুরক্ষা ক্ষেত্রকে আরো সুগম করেছে।
এইসব প্রকল্প ২৫ কোটির বেশী মানুষকে দারিদ্র সীমার ওপরে তুলে আনতে সাহায্য করেছে।
এক অন্তর্ভুক্তিমূলক এবং আত্মনির্ভর ভারত গঠনে প্রত্যেক নাগরিকের মর্যাদার সঙ্গে জীবন যাপন সুনিশ্চিত করতে সরকার দায়বদ্ধ বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।