প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে মন্ত্রী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। পাহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলা এবং তার প্রত্যুত্তরে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুরের পর এটিই প্রথম এধরনের বৈঠক। উপস্হিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ্, রাজনাথ সিং, নীতিনগড়করি, জে পি নাড্ডা, চিরাগ পাসোয়ান এবং সি আর পাটিল।