মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 3, 2025 4:07 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলেছেন। বিপর্যস্ত রাজ্যগুলিকে সবরকমের সহায়তার আশ্বাস দিয়েছেন শ্রী মোদী।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, প্রধানমন্ত্রী অসমের বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে তাকে ফোন করেছেন। শ্রী শর্মা, প্রধানমন্ত্রীকে, উদ্ভূত পরিস্থিতি এবং এর ফলে জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। তিনি রাজ্য সরকারের ত্রাণ-সহায়তা সম্পর্কেও তাঁকে জানিয়েছেন। শ্রী শর্মা আরও বলেছেন, প্রধানমন্ত্রী এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এদিকে, সিকিমের ভূমিধ্বস ও বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্বেগ ও সহায়তার জন্য সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, রাজ্য প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সবরকমের সহায়তাপ্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন