প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর ভারত মন্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহণ সংস্থার আইএটিএ-র ৮১ তম বার্ষিক সাধারণ সভায় এক সমাবেশে ভাষণ দেবেন। এই সম্মেলন শষ হবে আগামীকাল। বিশ্ব বিমান পরিবহন শীর্ষ সম্মেলনে বিমান শিল্পের মূল বিষয়গুলি নিয়ে আলোচনা করা হচ্ছে, যার মধ্যে রয়েছে বিমান শিল্পের অর্থনীতি, বিমান সংযোগ, জ্বালানী নিরাপত্তা, টেকসই বিমান জ্বালানী উত্পাদন, কার্বনমুক্তকরণের অর্থায়ন এবং উদ্ভাবন ইত্যাদি। আইএটিএ-র শেষ বার্ষিক সাধারণ সভা ৪২ বছর আগে ১৯৮৩ সালে অনুষ্ঠিত হয়েছিল।
Site Admin | June 2, 2025 9:21 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর ভারত মন্ডপমে আন্তর্জাতিক বিমান পরিবহণ সংস্থার আইএটিএ-র ৮১ তম বার্ষিক সাধারণ সভায় এক সমাবেশে ভাষণ দেবেন।
