মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 31, 2025 4:11 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ  মধ্যপ্রদেশের ভোপালে লোকমাতা দেবী অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মবার্ষিকীতে, নারী ক্ষমতায়ন সংক্রান্ত মহাসম্মেলনে যোগ দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আজ  মধ্যপ্রদেশের ভোপালে লোকমাতা দেবী অহল্যাবাই হোলকারের ৩০০তম জন্মবার্ষিকীতে, নারী ক্ষমতায়ন সংক্রান্ত মহাসম্মেলনে যোগ দিয়েছেন। ভোপালের জাম্বুরি ময়দানে এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, লোকমাতা অহল্যা বাই নিঃস্বার্থ জনসেবার এক অসাধারণ নজির স্থাপন করে গেছেন। তিনি আড়াইশো বছর আগেও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখে গেছেন।

প্রধানমন্ত্রী বলেন পহেলগাঁও-এর সন্ত্রাসবাদী হামলা ভারতের নারীশক্তির বিরুদ্ধে এক চ্যালেঞ্জ এনেছে। একইসঙ্গে, এই হামলা সন্ত্রাসবাদীদের কাছে মৃত্যুর পরোয়ানাও নিয়ে এসেছে। তিনি বলেন, ভারত পাকিস্তানের ছায়াযুদ্ধ কোনওভাবেই মেনে নেবে না এবং কঠোরভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করা হবে।

প্রধানমন্ত্রী আজ কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের প্রকাশিত অহল্যা বাইয়ের নামাঙ্কিত একটি ৩০০ টাকার মুদ্রা উন্মোচন করেন। একইসঙ্গে, তাঁর নামে একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হয়। শ্রী মোদী ছত্তিশগড়ের বস্তারের সমাজকর্মী ডঃ জয়মতি কাশ্যপের হাতে গোন্ডী ভাষার পুনরুজ্জীবন এবং পাচার হওয়া মহিলাদের পুনর্বাসনের জন্য তাঁর কাজের স্বীকৃতিতে দেবী অহল্যা বাই হোলকার পুরস্কার তুলে দেন।

শ্রী মোদী এই সভাস্থল থেকেই একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী ডাটিয়া এবং সাতনা এয়ারপোর্টেরও উদ্বোধন করেন। সফরকালে তিনি ৪৮০ কোটি টাকারও বেশি ব্যয়ে অটল গৃহ সুশাসন ভবন নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা প্রদান করেন।

এর আগে ভোপালে পৌঁছলে, মধ্যপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ নরেন্দ্র সিং তোমর তাঁকে স্বাগত জানান। অনুষ্ঠানস্থলে, রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল এবং মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। রাজ্যের সংস্কৃতি দফতরের উদ্যোগে দেবী অহল্যা বাইয়ের জীবন এবং কাজ নিয়ে এক প্রদর্শনীও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। 

 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন