প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের সফরে আজ মধ্যপ্রদেশ যাচ্ছেন। লোকমাতা দেবী অহল্যা বাই হোলকারের ৩০০তম জন্মবার্ষিকীতে, শ্রী মোদী, ভোপালে ‘লোকমাতা দেবী অহল্যাবাই মহিলা ক্ষমতায়ন মহাসম্মেলন’-এ অংশ নেবেন। সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী ডাটিয়া এবং সাতনা এয়ারপোর্টেরও উদ্বোধন করবেন। সফরকালে তিনি ৪৮০ কোটি টাকারও বেশি ব্যয়ে অটল গৃহ সুশাসন ভবন নির্মাণের জন্য প্রথম কিস্তির টাকা প্রধান করবেন।
Site Admin | May 31, 2025 6:37 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের সফরে আজ মধ্যপ্রদেশ যাচ্ছেন।
