প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ার জনগণকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে করা এক পোস্টে শ্রী মোদী বলেছেন, গোয়ার অনন্য সংস্কৃতি দেশের গর্ব এবং বিভিন্ন ক্ষেত্রে গোয়াবাসীর প্রভাবশালী নিদর্শন প্রশংসনীয়। তিনি আরো বলেন, গোয়ার সৌন্দর্য বিশ্বব্যাপী মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সচেষ্ট হয়েছে এবং গোয়ার অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গত দশক থেকে প্রচুর কাজ করা হয়েছে। ভবিষ্যতে রাজ্যটি উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
Site Admin | May 30, 2025 6:26 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়ার জনগণকে তাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।
