মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 30, 2025 9:19 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার এবং উত্তরপ্রদেশে ৬৯ হাজার ৪০০ কোটি টাকা বেশী মূল্যের একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার এবং উত্তরপ্রদেশে ৬৯ হাজার ৪০০ কোটি টাকা বেশী মূল্যের একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন।

  বিহারে শ্রী মোদী কারাকাটে ৪৯ হাজার ৫২০ কোটি টাকার বেশী মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্প উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী ঔরঙ্গাবাদে প্রায় ৩০ হাজার কোটি টাকার মূল্যের নবীনগর সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের শিলান্যাস করবেন। প্রকল্প রূপায়িত হলে ওই এলাকায় শিল্প উন্নয়ন, কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সুলভ মূল্যে বিদ্যুৎ মিলবে। বিহারে যে সড়ক প্রকল্পগুলির তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, তার মধ্যে রয়েছে পাটনাআরা, সাসারামে জাতীয় সড়ক চার লেন, বারানসী-রাঁচি-কলকাতা জাতীয় সড়ক ছয় লেন এবং রামনগর-কাচ্চি দরগায় জাতীয় সড়ক ছয় লেন করার কাজ। এছাড়াও, বক্সার এবং বাহারৌলির মধ্যে নতুন গঙ্গা সেতুর নির্মাণ কাজের সূচনা করবেন প্রধানমন্ত্রী। বিহারে আরো কিছু সড়ক প্রকল্পের উন্নয়নের কাজের শিলান্যাস করবেন তিনি। এক হাজার ৩৩০ কোটি টাকার বেশী ব্যয়ে নির্মিত শোননগর ও মহম্মদগঞ্জের মধ্যে তৃতীয় রেললাইন জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।

   উত্তরপ্রদেশে কানপুরে প্রধানমন্ত্রী আজ অপরাহ্নে প্রায় ২০ হাজার ৯০০ কোটি টাকার মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। ওই অঞ্চলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। কানপুর মেট্রো রেল প্রকল্পের ২’হাজার ১২০ কোটি টাকার বেশী ব্যয়ে নির্মিত চুন্নীগঞ্জ মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পে কানপুর সেন্ট্রাল মেট্রো স্টেশন শাখায় ১৪ টি পরিকল্পিত স্টেশন এবং পাঁচটি নতুন ভূগর্ভস্থ স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে, যার মাধ্যমে শহরের উল্লেখযোগ্য জায়গা এবং বাণিজ্যিক প্রাণকেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ সম্ভব হবে। প্রধানমন্ত্রী একাধিক বিদ্যুৎ প্রকল্প উদ্বোধনের পাশাপাশি পাঙ্কি রোডে একটি রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন করবেন। এছাড়াও, কানপুরে আয়ুষ্মান বয়োঃবন্দনা যোজনা, ন্যাশনাল লাইভলিহুড মিশন এবং PM সূর্যঘর মুফ্‌ত বিজলী যোজনায় প্রাপকদের মধ্যে শংসাপত্র এবং চেক বিতরণের কথা আছে তাঁর।           

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন