মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 29, 2025 1:17 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অগ্রগতির ইতিহাসে সিকিম এবং সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চল এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের অগ্রগতির ইতিহাসে সিকিম এবং সম্পূর্ণ উত্তর পূর্বাঞ্চল এক উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। আজ ভার্চুয়ালি ‘সিকিম অ্যাট ফিফটি’ অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সিকিমের বিকাশ যাত্রায় কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ সহায়তা দিচ্ছে। সিকিমকে তিনি আন্তর্জাতিক পর্যটন গন্তব্য বলেও উল্লেখ করেন।

শ্রী মোদী বলেন, সেবক-রংপো রেলপথ সিকিমকে ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করবে। গত ১০ বছরে প্রায় চারশ’ কিলোমিটার নতুন জাতীয় সড়ক নির্মাণ করা হয়েছে। ‘অটল সেতু’-র মাধ্যমে সিকিম ও দার্জিলিং-এর মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দিকটি পুনরায় তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে ‘সবকা সাথ সবকা বিকাশ’-এর স্লোগান দিয়েছিল সরকার। ভারতকে বিকশিত করে তুলতে গেলে প্রতিটি রাজ্য এবং অঞ্চলে সুষম উন্নয়ন জরুরী বলে প্রধানমন্ত্রী এদিন মন্তব্য করেন।

  প্রধানমন্ত্রী আজ ভার্চুয়াল মাধ্যমে সিকিমে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে সাড়ে ৭০০ কোটি টাকা ব্যয়ে নামচিতে ৫০০ শয্যার একটি জেলা হাসপাতাল এবং সাঙ্গাচোইলিং-এ একটি যাত্রী বাহী রোপ-ওয়ে পরিষেবা। খারাপ আবহাওয়ার জন্য প্রধানমন্ত্রী গ্যাংটকের অনুষ্ঠানে সশরীরে যোগ দিতে পারেননি। বাগডগড়া থেকেই তিনি ভার্চুয়াল মাধ্যমে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন।  

  পশ্চিমবঙ্গ সফরে শ্রী মোদী, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে দুই জেলার জন্য পাইপ-বাহিত নগর গ্যাস সরবরাহ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর বিকেলে পাটনায় বিমান বন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন।  

 আগামীকাল বিহারের কারাকাট-এ ৪৮ হাজার ৫২০ কোটি টাকার বেশী মূল্যের একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং জাতির উদ্দেশে উৎসর্গ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যোগ দেবেন। একটি জনসভাতেও তাঁর বক্তব্য রাখার কথা। এদিকে, প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশে আগামীকাল ২০ হাজার ৯০০ কোটি টাকার বেশী মূল্যের একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের’ও সূচনা করবেন।    

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন