প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এবং আগামীকাল চার রাজ্য সফর করবেন। সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তর প্রদেশ সফরকালে তিনি ৭০ হাজার কোটি টাকার’ও বেশী মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদবোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। দিল্লি থেকে প্রথমে তিনি পৌঁছবেন বাগডোগরা বিমান বন্দরে। বাগডোগরা থেকে প্রধানমন্ত্রী যাবেন সিকিমে। এরপরে শ্রী মোদী আজ দুপুরে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে পৌঁছবেন। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
Site Admin | May 29, 2025 7:30 AM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এবং আগামীকাল চার রাজ্য সফর করবেন।
