প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী দুদিনে চার রাজ্য সফর করবেন। সফরের প্রথম পর্যায়ে আগামীকাল তিনি যাবেন তিনটি রাজ্যে।
নতুন দিল্লি থেকে প্রথমে তিনি পৌঁছবেন বাগডোগরা বিমান বন্দরে। সেখানে তাঁকে স্বাগত জানাবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের বিশিষ্ট নেতারা।
বাগডোগরা থেকে প্রধানমন্ত্রী যাবেন সিকিমে। ওই রাজ্যের ৫০-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সেখানে তাঁর বিভিন্ন কর্মসূচী রয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে সকাল ১১ টা নাগাদ এক অনুষ্ঠানে শ্রী মোদী বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ‘৫০ বছরে সিকিম- উন্নয়ন ও প্রাকৃতিক বিকাশ যেখানে সমান্তরালভাবে চলেছে’- শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নামচিতে সাড়ে ৭০০ কোটি টাকা ব্যয়ে ৫০০ শয্যা বিশিষ্ট নতুন জেলা হাসপাতালের উদ্বোধন করবেন। এছাড়া গয়ালসিং জেলার পেলিং-এ একটি রোপ-ওয়ের’ও উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। সিকিমের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তিনি স্মারক মুদ্রা ও ডাকটিকিট’ও প্রকাশ করবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে সিকিম সরকার একটি ড্রোন শো-এর ব্যাবস্থা করেছে।
সেখান থেকে শ্রী মোদী আসবেন পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার জন্য গ্যাস বিতরণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আমাদের জলপাইগুড়ির সংবাদদাতা চন্দনা চৌধুরী জানাচ্ছেন, ওই প্যারেড গ্রাউন্ড থেকেই প্রধানমন্ত্রী একটি র্যালির’ও সূচনা করবেন। এছাড়াও, আঞ্চলিক উন্নয়ন ও নিরাপত্তা সংক্রান্ত এক প্রশাসনিক বৈঠকে তাঁর যোগ দেওয়ার কথা।