প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত দশকে ভারতের মধু শিল্প ক্ষেত্রে রূপান্তরের ওপর গুরুত্ব আরোপ করেছেন। আকাশবাণীতে তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতে গত রবিবার তিনি বলেন দেশে মধু উৎপাদন উল্লেখযোগ্যভাবে ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ছত্তিশগড়ের কোরিয়া জেলায় মৌমাছি সংরক্ষণে সাফল্যের দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। তিনি আজ ২৭ মে বিশ্ব মৌমাছি দিবস ও হানি মিশনের কথাও উল্লেখ করেন।
বিগত ১১ বছরে মৌমাছি সংরক্ষণের মধ্যে দিয়ে মিষ্টি বিপ্লব এসেছে বলে মন্তব্য করে তিনি বলেন এর ফলে মধু সংগ্রহে গতি আসার পাশাপাশি পাশাপাশি গ্রামের মানুষের আয় বৃদ্ধি হয়েছে।