প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাকিস্তানের একমাত্র লক্ষ্য হল ভারতের ক্ষতি, কিন্তু নতুন দিল্লির লক্ষ্য হল দারিদ্র্য দূরীকরণ এবং দেশের অর্থনীতির উন্নয়ন। গুজরাটের দাহোদে একটি জনসভায় তিনি বলেন ভারত তখনই উন্নতি করবে যখন দেশের সশস্ত্র বাহিনী শক্তিশালী হবে এবং অর্থনীতি মজবুত হবে। সরকার বিকশিত ভারতের লক্ষ্যে কাজ করছে বলে, শ্রী মোদী জানান। তিনি বলেন, ‘অপারেশন সিন্দুর’ শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, বরং এটি হল গোটা দেশের অনুভূতির বহিঃপ্রকাশ। জঙ্গীরা ১৪০ কোটি দেশবাসীকে চ্যালেঞ্জ জানিয়েছিল, তার উত্তরে মোদী সরকার তিন বাহিনীকে জঙ্গী ঘাঁটিগুলি ধংস করার মুক্তহস্তে অধিকার দিয়েছে।
জনসভায় যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী ভদোদরায় ২৪ হাজার কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
ভুজ-এও ৫৩ হাজার কোটি টাকার ৩৩টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি।