মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 3, 2025 9:17 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারত সফররত অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়ো ম্যানুয়েল গঞ্জালভেস লউরেঙ্কোর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে যোগ দেবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এ দেশ সফররত অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি  জোয়ো ম্যানুয়েল গঞ্জালভেস লউরেঙ্কোর সঙ্গে নতুন দিল্লিতে প্রতিনিধি পর্যায়ের এক বৈঠকে যোগ দেবেন। বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও উৎসাহিত করতে ২ দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা।  

তিনদিনের সফরে অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি  গতকাল নতুন দিল্লী পৌঁছন। দিল্লী বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারতের বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। দীর্ঘ ৩৮ বছর পর অ্যাঙ্গোলার কোনো রাষ্ট্রপতি ভারত সফরে এলেন। তাঁর সঙ্গে এসেছেন একাধিক মন্ত্রী, প্রবীণ আধিকারিক এবং বাণিজ্য সংস্থার প্রতিনিধিরা।

রাষ্ট্রপতি লউরেঙ্কোকে আজ রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা জানানো হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর সম্মানে এক নৈশ ভোজসভারও আয়োজন করবেন।  

আগামীকাল অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি , নতুন দিল্লিতে এক ব্যাবসায়িক অনুষ্ঠানে যোগ দেবেন। এর লক্ষ্য হল ২ দেশের মধ্যে বানিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি।

উল্লেখ্য চলতি বছরে ভারত ও আ্যঙ্গোলা তাদের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর উদযাপন করছে।