মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 24, 2025 7:58 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত, প্রত্যেক সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদে মদতদাতাদের খুঁজে বার করে শাস্তি দেবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত, প্রত্যেক সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদে মদতদাতাদের খুঁজে বার করে শাস্তি দেবে। প্রয়োজনে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাদের ধাওয়া করা হবে। জাতীয় পঞ্চায়েতী রাজ দিবসে বিহারের মধুবনী জেলায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ন্যায়বিচার সুনিশ্চিত করার লক্ষ্যে সম্ভাব্য সবরকম পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সারা দেশ এই অঙ্গীকারে সংকল্পবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, দেশের চেতনা ও মূল্যবোধ, সন্ত্রাসবাদ দিয়ে ভেঙে ফেলা যাবে না। যারা মানবতাই বিশ্বাসী, তাঁরা ভারতের পাশে রয়েছে বলেও তিনি জানান। দেশের এই বিপর্যয়ের সময় সহমর্মিতা দেখানোর জন্য শ্রী মোদী, বিশ্বনেতৃত্বকে ধন্যবাদ জানান। এই হামলা পর্যটকদের ওপর নয়, দেশের অন্তরাত্মার ওপর আঘাত বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ১৪০ কোটি দেশবাসীর ইচ্ছাশক্তির জোরেই সন্ত্রাসবাদ নির্মূল করা হবে। এই হামলায় বিভিন্ন ভাষাভাষীর লোকের মৃত্যু হওয়ায় কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র ক্ষোভের সঞ্চার হয়েছে।