মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 6, 2025 4:57 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর পামবানে উলম্বভাবে উত্তোলনযোগ্য সেতুর উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর পামবানে উলম্বভাবে উত্তোলনযোগ্য সেতুর উদ্বোধন করেছেন। সেই সঙ্গে উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজকেও সেই সেতুর তলা দিয়ে যাওয়ার জন্য ফ্ল্যাগ অফ করেন। প্রধানমন্ত্রী এদিন রামেশ্বরম তাম্বারম এক্সপ্রেস ট্রেনটিরও যাত্রারম্ভ করেছেন।

     পামবানের সেতুটির কার্যকাল ৫৮ বছর। এই সেতুটির সঙ্গে একটি যান্ত্রিক উত্তোলন পদ্ধতি যুক্ত করার আছে। যার সাহায্যে এটিকে উলম্বভাবে ১৭ মিটার পর্যন্ত তুলে ধরা সম্ভব হয়।

     সেতুটি তৈরি করতে খরচ হয়েছে ৫৫০ কোটি টাকা। রামায়ণের ঐতিহ্য মেনে এই সেতুটি রামেশ্বরমের সঙ্গে মূল ভূ-খন্ডের যোগাযোগ স্হাপন করবে।

ভবিষ্যতের কথা চিন্তা করে সেতুতে ডাবল লাইন রেল চলাচলের উপযুক্ত সংস্হানও রাখা হয়েছে।

     রামনবমীর পুন্যদিনে প্রধানমন্ত্রী আজ রামেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন সেই সঙ্গে রামেশ্বরমে বিভিন্ন রেল ও সড়ক প্রকল্পের পরিকাঠামো গড়ে তোলার জন্য ৮ হাজার ৩-শো কোটি টাকার প্রকল্পর ভিত্তিপ্রস্তর স্হাপন ও সূচনা করেছেন।

     পরে তিনি একটি জনসভাতেও ভাষণ দেন। বিকেলে তিনি দিল্লির উদ্দেশে রওনা হন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন