April 6, 2025 9:25 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে আজ শ্রীলঙ্কার অনুরাধাপুরায় গুরুত্বপূর্ণ কিছু রেল প্রকল্পের সূচনা করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে আজ শ্রীলঙ্কার অনুরাধাপুরায় গুরুত্বপূর্ণ কিছু রেল প্রকল্পের সূচনা করবেন। প্রধানমন্ত্রী মোদীর ঐতিহাসিক শ্রীলঙ্কা সফরে পূর্ব ঘোষণা মত বহু প্রতীক্ষিত মাহো ওমানথায়ি রেল প্রকল্পের সূচনা হতে চলেছে। ভারতীয় সহায়তায় ৯ কোটি ১২ লক্ষ ডলারের বেশি ব্যয়ে নির্মিত এই প্রকল্প দ্বীপরাষ্ট্রের উত্তরাংশের সঙ্গে রাজধানী কলম্বোর যোগাযোগ গড়ে তুলবে। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির সঙ্গে সঙ্গে অর্থনৈতিক বিকাশের এই প্রকল্প গতি আনবে বলে মনে করা হচ্ছে।

এছাড়া প্রধানমন্ত্রী আজ মাহো অনুরাধাপুরা সেকশনে আধুনিক সিগনালিং ব্যবস্থার ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এক কোটি ৪৯ লক্ষ ডলার ব্যয়ে নির্মীয়মান এই প্রকল্প রেল যাত্রাকে আরও সুরক্ষিত করবে।