মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 5, 2025 1:14 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিন রাজ্যে চারটি রেল প্রকল্প ও ভাইব্রান্ট ভিলেজ কর্মসূচীর দ্বিতীয় পর্যায় অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রশংসা করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিন রাজ্যে চারটি রেল প্রকল্প ও ভাইব্রান্ট ভিলেজ কর্মসূচীর দ্বিতীয় পর্যায় অনুমোদনের জন্য কেন্দ্রীয় মন্ত্রীসভার প্রশংসা করেছেন। এক সোশ্যাল মিডিয়া বার্তায় শ্রী মোদী বলেছেন, বহুমুখী এই রেল প্রকল্পগুলি, দেশের পরিকাঠামোগত উন্নয়ন, সংযোগ বৃদ্ধি, যাতায়েতের সুবিধে এবং সরবরাহ শৃঙ্খল আরো মজবুত করে ব্যয় কমাতে সহায়ক হবে। অন্যদিকে, ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচী সীমান্তবর্তী গ্রামগুলিতে জীবনযাত্রার মানোন্নয়নে সাহায্য করবে। মন্ত্রিসভার এই অনুমোদনের মধ্যে দিয়ে সরকার ভাইব্রেন্ট ভিলেজ কর্মসূচীর প্রথম পর্যায় সম্প্রসা্রিত করল বলেও শ্রী মোদী জানান।     

  আগেই জানানো হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীসভা মহারাষ্ট্র, ওড়িশা ও ছত্তিসগড় এই তিন রাজ্যের জন্যে চারটি রেল প্রকল্প অনুমোদন করেছে। ১৫ টি জেলায়  এই প্রকল্প রুপায়নের   জন্যে মোট খরচ ধরা হয়েছে ১৮ হাজার ৬৫৮ কোটি টাকা। এগুলির মধ্যে রয়েছে সম্বলপুর-জারপাড়া তৃতীয় এবং চতুর্থ লাইন, ঝাড়সুগুড়া-সাসন তৃতীয় এবং চতুর্থ লাইন, খারসিয়া-নয়া রায়পুর-পারমালকাসা পঞ্চম এবং ষষ্ঠ লাইন এবং গোন্ডিয়া-বলহারশাহ ডাবল লাইনের কাজ।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের বলেন, এই  চারটি প্রকল্প,  রেলের বর্তমান নেটওয়ার্ককে আরও ১ হাজার ২ শো ৪৭ কিলোমিটার সম্প্রসারিত  করবে।

এছাড়াও মন্ত্রিসভা যে ভাইব্র্যান্ট ভিলেজেস  কর্মসূচীর দ্বিতীয় পর্যায় অনুমোদন করেছে, তার জন্যে  ব্যয় হবে ছয় হাজার ৮৩৯ কোটি টাকা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন