প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর সরকার মহিলাদের ক্ষমতায়নে কাজ করছে। আন্তর্জাতিক নারী দিবসে গুজরাটের নভসারিতে ‘লাখপতি দিদি সম্মেলন’-এ শ্রী মোদী, মেয়েদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারত মহিলাদের নেতৃত্বাধীন উন্নয়নের দিকে এগিয়ে চলেছে।
তিনি বলেন, দেশের উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠীগুলির ভূমিকা প্রশংসনীয়। নারী ক্ষমতায়নের লক্ষ্যে সরকার আগামী পাঁচ বছরে তিন কোটি লাখপতি দিদি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে বলে তিনি জানান।
মেয়েদের অধিকার রক্ষায় নতুন ফৌজদারি আইন কার্যকরের পাশাপাশি প্রধানমন্ত্রী গত এক দশকে মেয়েদের নিরাপত্তা বাড়াতে সরকারের বিভিন্ন সাফল্যের কথা অনুষ্ঠানে উল্লেখ করেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গুজরাটের কো-অপারেটিভ মডেল, বিশেষত শ্বেত বিপ্লব এবং মহিলাদের নেতৃত্বাধীন জল কমিটি, যা রাজ্যের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেগুলির প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
সম্মেলনে প্রধানমন্ত্রী, ২৫ হাজারেরও বেশি স্বনির্ভর গোষ্ঠীর আড়াই লক্ষেরও বেশি মহিলাকে ৪৫০ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাঁচ জনের হাতে লখপতি দিদি সার্টিফিকেট তুলে দেন শ্রী মোদী। তিনি গুজরাট সরকারের জি-সফল এবং জি-মৈত্রী কর্মসূচিরও সূচনা করেন।
এর আগে, প্রধানমন্ত্রী মোদী নভসারি জেলায় ‘লাখপতি দিদি’ প্রকল্পের ১০ জন সুবিধাপ্রাপকের সঙ্গে মতবিনিময় করেন।