মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

December 30, 2024 9:17 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রধানমন্ত্রী,  কার্টারকে এক দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করে  বলেন, বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য নিরলসভাবে কাজ করেছেন  তিনি। ভারত-মার্কিন সম্পর্কের উন্নতিতে তাঁর অবদান স্মরনীয় হয়ে থাকবে।

         আগেই জানানো হয়েছে, ২০০২ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জিমি কার্টার গতকাল জর্জিয়ার প্লেইন্সে নিজ ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। বয়স হয়েছিল ১০০।