মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 17, 2025 9:51 PM

printer

প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লীতে প্রায় ১১ হাজার কোটি টাকার ২টি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী VOCAL FOR LOCAL এর পক্ষে জোরালো  সওয়াল করে, জন সাধারণকে স্থানীয় স্তরে উৎপাদিত পণ্য সামগ্রী কেনার আহবান জানিয়েছেন।  তিনি আজ নতুন দিল্লীতে প্রায় ১১ হাজার  কোটি টাকার ২ টি জাতীয় মহাসড়ক প্রকল্পের উদ্বোধন করে  ভাষণ দিচ্ছিলেন।

দোয়ারকা এক্সপ্রেস ওয়ে র দিল্লি শাখা এবং Urban Extension Road UER ২ এর উদ্বোধনের ফলে জাতীয় রাজধানী অঞ্চলে যোগাযোগ ব্যাবস্থা আরও উন্নত হবে,  এই অঞ্চলের বাসিন্দাদের যাতায়াতের সময় বাঁচবে বলেও প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন।  

 চক্রধারী মোহনের আদর্শে অনুপ্রানিত হয়ে আত্মনির্ভরতার  লক্ষ্যে  এগিয়ে চলার জন্যেও দেশবাসির প্রতি আহ্বান জানান শ্রী মোদী। তিনি বলেন  তাঁর সরকারের কাছে সংস্কারের অর্থ হল সুপ্রশাসনের সম্প্রসারণ। জনসাধারনের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটানোর লক্ষে সরকার প্রয়োজনীয় নীতি গ্রহণ করে চলেছে।

 প্রধানমন্ত্রী আরও বলেন, খুব শীঘ্রই GST ব্যবস্থার আমূল সংস্কার করা হবে । এর সুফল দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে।

দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই প্রকল্পের বাস্তবায়নের জন্যে প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান । 

 উল্লেখ্য, দ্বারকা এক্সপ্রেসওয়ের ১০ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ দিল্লি সংলগ্ন অংশটি প্রায় ৫ হাজার ৩৬০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। এই অংশটি যশোভূমি, দিল্লী মেট্রোর ব্লু এবং অরেঞ্জ লাইন, নির্মীয়মাণ বিজওয়াসন রেলওয়ে স্টেশন এবং দ্বারকা ক্লাস্টার বাস ডিপোতে বহুমুখী যোগাযোগ গড়ে তুলবে।

দ্বিতীয় পর্যায়ের  UER প্রকল্পের আওতায়  বাহাদুরগড় এবং সোনিপতের মধ্যে নতুন সংযোগ স্থাপনের লক্ষ্যে আলিপুর থেকে দিচাঁও কালান পর্যন্ত অংশ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে। এটি দিল্লির ইনার এবং আউটার রিং রোডের পাশাপাশি মুকারবা চক, ধৌলা কুয়া এবং ৯ নম্বর জাতীয় সড়কের মতো ব্যস্ততম স্থানে যানজট কমাবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।